বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ময়না, সম্পাদক আবু সাইদ
বগুড়া লাইভ: বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তৌফিক হাসান ময়না ও সাধারণ সম্পাদক পদে আবু সাইদ সিদ্দীকি নির্বাচিত হয়েছেন।
বগুড়া’র মোট ৭৯টি সাংস্কৃতিক সংগঠনের পক্ষে মোট ১৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার বগুড়ার পুরাতন উডবার্ণ পাবলিক লাইব্রেরি হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এছাড়া সহ-সভাপতি যথাক্রমে মো. মতিয়ার রহমান, গৌতম কুমার দাস, মো. আসাদ হোসেন ও মো. আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক এসএম বেলাল হোসেন ও আলমগীর কবির, অর্থ সম্পাদক পদে রবিউল আলম অশ্রু, সাংগঠনিক সম্পাদক পদে ফজলে রাব্বী, দফতর সম্পাদক পদে এইচ আলিম ও প্রচার ও প্রকাশনা সম্পাদক লুবনা জাহান নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে আসাদুর রহমান খোকন, প্রবীর মোহন্ত, আব্দুল মোবিন জিন্নাহ, শিরিন সুলতানা ও আব্দুল আউয়াল নির্বাচিত হয়েছেন।আমজাদ হোসেন মিন্টুর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্ব পালন করেন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন