পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করেছে জেলা পুলিশ
বগুড়া জেলা পুলিশের উদ্যোগে ৫’শ জনকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করেছে জেলা পুলিশ। ইচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পুলিশ প্রশাসনের সার্বিক তত্বাবধানে শনিবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, অতি: পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, ইচ্ছা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোজাহারুল ইসলাম। সি: সহকারী পুলিশ সুপার কুদরত-ই খুদা শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতি: পুলিশ সুপার মোকবুল হোসেন, সনাতন চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। আল ইমদাদ ফাউন্ডশনের সহযোগিতায় প্রতি প্যাকেটে চাল, সোয়াবিন তেল, মসুর ডাল, ছোলা, চিনি, খেজুর, ময়দাসহ অন্যান্য সামগ্রী রয়েছে। জেলার সারিয়াকান্দি সোনাতলাসহ বিভিন্ন উপজেলার ৫ শতাধিক নারী পুরুষের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।