বগুড়ার সাতমাথায় “তামাক পণ্যের উপর কর বৃদ্ধি ও একক কর নীতিমালার” দাবীতে মানববন্ধন
অদ্য ১৩ মে ২০১৮ রবিবার বেলা ১১.০০ ঘটিকায় জেলা তামাক নিয়ন্ত্রন কোয়ালিশন ও পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বেসরকারী সংস্থা বগুড়া এর উদ্যোগে বগুড়ার সাতমাথায় ‘তামাক করে হৃদপিন্ড ক্ষয়, স্বাস্থ্যকে ভালবাসি তামাককে নয়’ এই শ্লোগানকে সামনে রেখে “তামাক পণ্যের উপর কর বৃদ্ধি ও একক কর নীতিমালার” দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ঘন্টাব্যাপি অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম বাচ্চু, ফোকাল পার্সন, বগুড়া জেলা তামাক নিয়ন্ত্রন কোয়ালিশন; নারী নেত্রী হেফাজত আরা মীরা সহ মুক্তিযোদ্ধা, লেখক, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংস্কৃতিক কর্র্র্র্র্র্মী ও পল্লী উন্নয়ন প্রকল্পের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহনকারী সকলেই উক্ত বিষয়ের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং এ ধরনের কর্মসূচী গ্রহন করায় আয়োজক পক্ষকে সাধুবাদ জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট মাননীয় অর্থ মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি