বগুড়া সদর উপজেলা

বগুড়ার সাতমাথায় “তামাক পণ্যের উপর কর বৃদ্ধি ও একক কর নীতিমালার” দাবীতে মানববন্ধন

অদ্য ১৩ মে ২০১৮ রবিবার বেলা ১১.০০ ঘটিকায় জেলা তামাক নিয়ন্ত্রন কোয়ালিশন ও পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বেসরকারী সংস্থা বগুড়া এর উদ্যোগে বগুড়ার সাতমাথায় ‘তামাক করে হৃদপিন্ড ক্ষয়, স্বাস্থ্যকে ভালবাসি তামাককে নয়’ এই শ্লোগানকে সামনে রেখে “তামাক পণ্যের উপর কর বৃদ্ধি ও একক কর নীতিমালার” দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

ঘন্টাব্যাপি অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম বাচ্চু, ফোকাল পার্সন, বগুড়া জেলা তামাক নিয়ন্ত্রন কোয়ালিশন; নারী নেত্রী হেফাজত আরা মীরা সহ মুক্তিযোদ্ধা, লেখক, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংস্কৃতিক কর্র্র্র্র্র্মী ও পল্লী উন্নয়ন প্রকল্পের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহনকারী সকলেই উক্ত বিষয়ের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং এ ধরনের কর্মসূচী গ্রহন করায় আয়োজক পক্ষকে সাধুবাদ জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট মাননীয় অর্থ মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

এই বিভাগের অন্য খবর

Back to top button