খেলাধুলা

ডাবলিনে পাকিস্থানের বিপক্ষে ঘুরে দাড়িয়েছে নবাগত আয়ারল্যান্ড !

আইরিশরা কি পারবে ইতিহাস তৈরী করতে? নাকি ১ম পরাজয়ের অপেক্ষায় তারা?

১ম ইনিংসে ফলোঅনে পড়া আয়ারল্যান্ড দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্থানের বিরুদ্ধে। আয়ারল্যান্ডের হয়ে ১ম টেষ্ট ফিফটি তুলে নেন আইরিশ অলরাউন্ডার কেভিন ও ব্রায়ান । আইরিশ ক্রিকেট ইতিহাসে এই ফিফটি ম্যানের নাম থাকবে আজীবন তবে ২য় আইরিশ হিসাবে এই লিষ্টে নাম লেখান স্ট্রুয়ার্ট থমসন যদিও ১১৬ বলে ৫৩ রানে সাদাব খানের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

আইরিশ ক্রিকেট ইতিহাসের এখন অবদি রেকর্ড ১১৬ রানের পার্টনারশীপ হয় কেভিন ও থমসনের। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ ৭ উইকেটে ২৭১ রান। আইরিশরা এগিয়ে আছে ৯১ রানে।

 

এই বিভাগের অন্য খবর

Back to top button