জাতীয়

বগুড়া জেলায় প্রায় তিন দশক আগে নির্মিত বেইলি ব্রিজের প্রায় সবগুলোই এখন ঝুঁকিপূর্ণ

বগুড়ার বেইলি ব্রিজের প্রায় সবগুলোই এখন ঝুঁকিপূর্ণ

সময়ের সাথে সাথে সেতুগুলোর বিভিন্ন অংশে মরিচা ধরে গেছে, খুলে গেছে পাটাতনসহ বিভিন্ন অংশ। ভারি যানবাহন চলাচল ও কোনোরকম সংস্কার কাজ করায় বিভিন্ন সময় ঘটে দুর্ঘটনা। সমস্যা সমাধানে টেকসই সেতু নির্মাণের দাবি বগুড়াবাসীর।

আশির দশকে বগুড়ায় নির্মিত বেইলি সেতুর প্রায় সবগুলোর অবস্থাই এখন করুণ। তারপরও ঝুঁকি নিয়ে এসব সেতু দিয়ে পারাপার হচ্ছে ভারী যানবাহন। ফলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, বগুড়ায় ২৮ টি বেইলি সেতুর মধ্যে বেশিরভাগই এখন ঝুঁকিপূর্ণ।

বগুড়া-সারিয়াকান্দি সড়কে খালিশাকুলি খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে ২০১৬ সালে। এর কিছুদিনের মধ্যেই ধুনটের নাংলুতে আরেকটি বেইলি সেতুতে ট্রাক উঠলে ভেঙে পড়ে যায়। একই ঘটনা ঘটে  শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের মাঠপাড়া খালের উপর নির্মিত বেইলি সেতুতেও। সংস্কারের নামে জোড়াতালি দিয়ে আবার খুলে দেয়া হয়  এসব সেতু। ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button