শিবগঞ্জ উপজেলা

শিবগঞ্জে অসহায় বৃদ্ধা অালেফা মাথা গোঁজার ঠাঁই পেলো

শিবগঞ্জ, বগুড়া:  বগুড়ার শিবগঞ্জে স্বামী পরিত্যক্তা বৃদ্ধা অালেফা বেগমকে (৬৫) মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি ঘর দিল  শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক । তার ব্যক্তিগত উদ্যোগে ২০ হাজার টাকা খরচ করে তাকে টিনের একটি ঘর তৈরি করে দেন ।

অালেফা আট বছর ধরে রোদ বৃষ্টি ঝড়ে পাড়া-প্রতিবেশীর বারান্দায় শুয়ে রাতযাপন করতেন।

শনিবার দুপুরে পৌর এলাকার অর্জুনপুর মহল্লার মোত্তালেব মিয়ার সাবেক স্ত্রী অালেফা বেগমকে ঘরের চাবি বুঝিয়ে দিয়েছেন ।

এক ছেলে ও এক মেয়ে নিয়ে অালেফার সংসার। মেয়ের বিয়ে হয়েছে অনেক আগেই। ছেলে মাদকাসক্ত। বিয়েও করেছে। রাস্তার পাশে একটি ঘর তুলে ছেলে বউ নিয়ে থাকে। কিন্তু তার ঠাই হয় নি সেখানে।

তার এই কষ্ট দেখে সবার হৃদয় নাড়া দিলেও সামর্থ্যের অভাবে কেউ এগিয়ে আসেনি। বিষয়টি পৌর মেয়রকে জানালে তিনি ঘর নির্মাণে এগিয়ে আসেন। তিন দিন ধরে পরিশ্রম করে টিন, বাঁশ, কাঠ দিয়ে ঘরটি তৈরি করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button