দুপচাঁচিয়া উপজেলা
আজ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ
এমদাদুল, তালোড়া, দুপচাঁচিয়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উক্ত নির্বাচনে মেয়র পদে লড়ছেন মোট ৩ জন প্রার্থী। এবার দলীয় প্রতীকেই লড়ছেন প্রার্থীরা। এদের মধ্যে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মোঃ আব্দুল জলিল খন্দকার লড়ছেন ধানের শীর্ষ মার্কয়, আ’লীগের প্রার্থী মোঃ আমিরুল ইসলাম বকুল লড়ছেন নৌকা মার্কায় এবং সতন্ত্র প্রার্থী মোঃ নজরুল ইসলাম লড়ছেন জগ মার্কায়। এবার নির্বাচনে মোট ৯টি কেন্দ্রে মোট ভোটার ১৪ হাজার ৬৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩১১ ও মহিলা ভোটার ৭ হাজার ৩৪৫ জন।
সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা জড়ো হয়েছেন তাদের নগরপিতাকে ভোট দিয়ে নির্বাচনের জন্য। নারী-পুরুষ সবার মধ্যেই এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।