বগুড়ার বিশিষ্ট অংকন ও চিত্র শিল্পী প্রভাত সরকার কানচু আর নেই
বগুড়ার বিশিষ্ট অংকন ও চিত্র শিল্পী প্রভাত সরকার কানচু(৬২) আর নেই। গতকাল সোমবার ভোর ৫টায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, তিনি গত ১১ দিন আগে অসুস্থ হয়ে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি হন। ৬ দিন চিকিৎসার পর তিনি ব্রেণ স্ট্রোকে আক্রান্ত হলে তাকে শজিমেক হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়। গতকাল রবিবার বিকেল ৫টায় তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
এরপর আজ সোমবার বোর ৫টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, তিনি বগুড়ার প্রখ্যাত অংকন ও ভাস্কর্য শিল্পী মরহুম আমিনুল করিম দুলাল এর একান্ত সহযোগী ছিলেন। শিল্পী করিমের মৃত্যুর পর বগুড়ার প্যালেস মিউজিয়াম সহ দেশের বিভিন্নস্থানে ভাস্কর্য শিল্প তৈরি করেছেন। তিনি ছিলেন বগুড়ার সর্বজন পরিচিত ব্যক্তি।