বগুড়া সেনানিবাসে পতাকা প্রদান করলেন সেনাবাহিনী প্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সুদক্ষ দশ রেজিমেন্টকে রেজিমেন্টাল কালারের মান সমুন্নত রাখার নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার বগুড়া সেনানিবাসের শহীদ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে ওই রেজিমেন্টকে কালার পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।
এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১০ বীর রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করেন। এ উপলক্ষ্যে রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে শহীদ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠিত হয়। সেনা প্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।
কালার পতাকা প্রদান অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, ইউনিটের সকল সদস্যকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার এবং দেশের সেবায় আত্মোৎসর্গ করতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। তিনি কঠোর প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে সময়োপযোগী জ্ঞানার্জন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উপরও আলোকপাত করেন।