সন্তানের অবহেলার শিকার হয়ে বৃদ্ধ বয়সে জীবিকা নির্বাহ
- মানবজীবন বড় বৈচিত্র্যময় ! বৃদ্ধ বয়সে করতে হচ্ছে অক্লান্ত পরিশ্রম
জীবনের নিয়মে সব মানুষই এক সময় প্রবীণ অর্থাৎ বুড়ো হয় আর বুড়ো বয়সে শারীরিক দুর্বলতার সঙ্গে সঙ্গে সমাজে সংসারে মানুষ নানা রকম সমস্যা বা অসুবিধার সম্মুখীন হয়। এই সমস্যা পারিবারিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক, সামাজিক ইত্যাদি। উপার্জন করার সামর্থ্য না থাকায় বা সন্তানের অবহেলার কারনে অনেক সময় পরিবারে বুড়ো মানুষের গুরুত্ব কমে যায়। তারা নানা রকম অবহেলা বা উপেক্ষার শিকার হয়। আয়ের অভাবে জীবনধারণ করা, নিজের আশ্রয় ও চিকিৎসার খরচ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। এজন্য তাদেরকে অন্যের ওপর নির্ভর করতে বা হাত পাততে হয় অন্যদের কাছে। কেন? “বৃদ্ধ মা-বাবা কি সন্তানের জন্য বোঝা” শেষ বয়সে বৃদ্ধ বাবার করতে হচ্ছে ব্যাবসা। যে সময় তার সন্তানদের উচিত ছিল পিতা মাতাকে দেখাশুনা করা। আমরা এই বিজ্ঞান সভ্যতার যুগে পারিবারিক বন্ধনকে ক্রমান্বয়ে শিথিল করে ফেলেছে। সন্তানের অবহেলা আর নিষ্টুরতায় বৃদ্ধ বয়সে বাবা কে করতে হচ্ছে ব্যাবসা। বৃদ্ধ বাবা-মাকে বোঝা মনে করে এমন অকৃতঞ্জ সন্তান সন্তুতি আমাদের দেশে সংখ্যায় খুব একটা কম নয়।
সন্তানের অবহেলার শিকার হয়ে বৃদ্ধ বয়সে জীবিকা নির্বাহকে ভাগ্যের নির্মম পরিহাস বলে মেনে নিতে বাধ্য হন অনেকে। তেমনি এক বাবাকে দেখতে পাওয়া যায় বগুড়া টিএমএসএস এর পাশে ক্ষেতে উৎপন্ন মূলা নিয়ে হাটে বিক্রি করতে যাওয়ার দৃশ্যের ছবি তুলেছেন দিলরুবা খান।