শিবগঞ্জ উপজেলা

মহাস্থানে ড্রেনে ময়লা আবর্জনা; এ‌ যেনো হি‌তে বিপ‌রীত!

সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ) : ‌ড্রেন বা নালা তৈরী হয় জলাবদ্ধতা আর পানি নিষ্কাশনের জন্য। কিন্তু সে‌টি য‌দি জলাবদ্ধতা আর জন সাধার‌নের মা‌ঝে দুর্গন্ধ ছড়ায়, জনদুর্ভোগের কারণ হয় এবং মানুষ যদি সু‌বিধা ম‌তো চল‌তে না পে‌রে নাক চে‌পে চলে তাহ‌লে সে‌টি‌কে হি‌তে বিপ‌রীত বল‌বেন না তো কি বল‌বেন?

এমন‌ দৃশ্য চো‌খে পড়‌বে ঐতিহাসিক মহাস্থা‌ন হা‌টে। বগুড়া রংপুর মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক নির্মিত ড্রেনে ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে।

কিছু কিছু নির্দিষ্ট স্থানে ময়লা-আর্বজনা রাখলেও তা পরিষ্কার করানো হয় না। পরিষ্কার করা তো দূরের কথা, মনে হয়না এই বিষয় নিয়ে কেউ একটু ভাবেন!

এসব ময়লা-আর্বজনার কারণে এলাকা জুড়ে দুর্গন্ধ। আর বাতাসে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন রোগ-বালাই।

শুধু মহাস্থান কেন! এমন চিত্র উপ‌জেলার প্রায় সব গুরুত্বপূর্ণ বন্দ‌রে। এসব দেখার কেউ আছেন বলে স্থানীয়রা মনে করেন না।

এই বিভাগের অন্য খবর

Back to top button