বাধ্যতামূলক ‘আইসিটি’ বিষয়ের সুফল পাচ্ছে না বগুড়ার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান
আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। এ লক্ষ্যে জেলায় জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব চালু করা হলেও বগুড়ার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এর সুফল পাচ্ছে না শিক্ষার্থীরা। শিক্ষকদের অদক্ষতা, ক্লাস না হওয়া, ল্যাবের জন্য অবকাঠামো না থাকা এবং ব্যবহারিক নম্বর স্কুল শিক্ষকদের হাতে থাকাই এর প্রধান কারণ হিসেবে দেখছেন শিক্ষা কর্মকর্তা।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবটি বন্ধ রয়েছে কয়েক মাস ধরে। ঘরে মাকড়োসার জাল, ডেস্কে ধুলোর আস্তর পড়ে গেছে। ল্যাবে ল্যাপটপ নেই একটিও। অফিসে ট্রাংকের মধ্যে রাখা হয়েছে ১৩টি ল্যাপটপ বাকি চারটির সদুত্তর নেই শিক্ষকের কাছে।
সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন ধরনেরই ল্যাব আছে। কিন্ত ক্লাসরুমে গিয়ে জানা গেলো ষষ্ঠ থেকে দশম শ্রেণির নব্বইভাগ ছাত্রীর ল্যাবে যাবার সুযোগ হয়নি। একইভাবে গাবতলী উপজেলার কদমতলী এবং বগুড়া সদরের ফাঁপোর উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেলো শিক্ষার্থীদের আইসিটি শিক্ষার চরম দুরবস্থার চেহারা।