শিবগঞ্জে ফোর মার্ডারকে কেন্দ্র করে মাদক নির্মূলে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান
সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ) : শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ভাইয়েরপুকুরে মাদক ওয়াশ চলছে।
ভাইয়েপুকুরের ইয়াবা সম্রাট আটক হলেন বগুড়া পুলিশ সুপার মহোদয় আলী আশরাফ ভুঞাঁর নির্দেশক্রমে শিবগঞ্জ থানার এস.আই গোলাম মোস্তফা সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদ পেয়ে আলিয়ারহাট-ভাইয়েরপুকুর রাস্তায় মটরসাইকেল আরোহী গোরনা গ্রামের মঞ্জুরুল ইসলাম সনজু (৪৫) কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৩০ পিচ ইয়াবা পাওয়া যায়।
এছাড়াও ডিবির হাতে আটক ভাইয়েপুকুরের মাদক সম্রাট একাধিক মামলার আসামী কাঠগাড়া গ্রামের ছায়াত মল্লিকের ছেলে মোঃ শাহাদত হোসেন।
অপরদিকে ফোর মার্ডার এর সাথে যুক্ত কাঠগাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল ইসলাম ওরফে টেরা জাহিদুলকে আটক করে।
সে তার জবানবন্দিতে স্বীকার করেন ফোর মার্ডারের দ্বিতীয় কিলার, যে শাহাবুলকে নিজে হাতে জবাই করে হত্যা করেছে। সেই সাথে হত্যা কজে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে।
অন্য আরও একজন বাদলাদীঘি গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে আবু বক্কর প্রামানিক কেও গ্রেফতার করা হয়।
বগুড়া পুলিশ সুপার মহোদয় আলী আশরাফ ভুঞাঁ জানান, শিবগঞ্জ আটমুল ভাইয়েরপুকুরকে মাদক ওয়াশ করা হবে।