বিনোদন
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বগুড়ার নওশীনের কৃতিত্ব
আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’র শিশু নৃত্যশিল্পী ও বগুড়া মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজ-এর ৪র্থ শ্রেণীর ছাত্রী নওশীন সাইয়ারা নুহা বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৮ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে, ‘ক’ শাখায় ভরত নাট্যম নৃত্যে ২য় এবং কত্থক নৃত্যে ৩য় স্থান অধিকার করে।
উক্ত প্রতিযোগিতা গত ১২ ও ১৩ মে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, গত ১৫ মে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ-এর হাত থেকে নুহা পুরস্কার গ্রহণ করে । নুহা আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’র নৃত্য প্রশিক্ষক মাহাবুব হাসান সোহাগ-এর কাছে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন।
নুহার এই সাফল্যে সংগঠনের সভাপতি আব্দুস সামাদ পলাশ এবং সাধারণ সম্পাদক লায়ন আব্দুল মোবিন জিন্নাহ্ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।