জাতীয়

রংপুর-বগুড়া মহাসড়কের দমদমার ব্রিজে ধরেছে একাধিক ফাটল

যে কোনো মুহূর্তে রংপুর বিভাগের যোগাযোগ বিছিন্ন হবে রংপুর-বগুড়া মহাসড়কের দমদমার ব্রিজে ধরেছে একাধিক ফাটল

যে কোনো মুহূর্তেসারাদেশের সাথে রংপুর বিভাগের যোগাযোগ ব্যবস্থা ভেঙে যেতেপারে। ঝুঁকিতে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমার ৪৮ বছরের সেইপুরাতন ও অধিক ব্যস্ততম ব্রিজ। এ ব্রিজে ধরেছে একাধিক ফাটল। নিচে ভর্তি বালির বস্তা ঠেস দেয়া শেষ হতে না হতে দেখা দিয়েছে একাধিক ফাটল। যে কোন সময় ভেঙে যাওয়ার আশংকায় ব্রিজটিফাটলের স্থানে লাল রং দিয়ে তীর চিহ্ন দিয়ে রাখা হয়েছে।

ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়ে প্রতিদিন সারাদেশের সকল জেলারহাজার হাজার ভারী যানবাহন চলাচল করে। ব্রিজটি ভেঙে পড়লে যেকোনো মুহূর্তে রংপুর বিভাগ ও উত্তরাঞ্চলের সাথে রাজধানীসহসারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। দুর্ভোগে পড়বে উত্তরাঞ্চলসহ সারাদেশের বিভিন্ন পেশার মানুষ।

ব্রিজে ফাটল বন্ধ করার জন্য দায়সারা কাজ করছে সড়কবিভাগ। কাজ শেষ হতে না হতে আবারো দেখা দিয়েছে ফাটল।
ব্রিজের নিচে সারি সারি বস্তা ভর্তি বালু দিয়ে ঠেস দেয়াহয়েছে।

সওজ সড়ক বিভাগ রংপুর এর নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুররহমান জানিয়েছেন ব্রিজটি মেরামতের জন্য ২৩ লাখ টাকা বরাদ্দ ছিল। সে কাজ শেষ করেছে ঠিকাদাররা। তবে নতুন করে ব্রিজনির্মাণের জন্য টেন্ডারে আহবান করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button