জাতীয়

জাল নোট প্রতিরোধে ভিডিও প্রচারের নির্দেশ

রমজানে জাল নোট প্রতিরোধে ব্যাংকগুলোকে নির্দেশ

বিভিন্ন উৎসবে নোট জালকারী চক্রের অপতৎপরতা বেড়ে যায়। তাই পবিত্র রমজান মাসে জাল নোট প্রতিরোধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠনো হয়েছে। আগামী ২৩ মে থেকে ১৪ জুন পর্যন্ত এটি প্রচার করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওচিত্র ব্যাংকের সব শাখা এবং রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের জন্য নির্দেশ দেয়া হয়। আগামী ২৩ মে থেকে ১৪ জুন পর্যন্ত এটি প্রচার করতে হবে।

ঢাকাসহ সারা দেশের ৫৬টি গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও প্রচারের তারিখ ও স্থান সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে নির্দেশনায়। এই ভিডিও প্রচারের জন্য ৫৬টি ব্যাংককে তারিখও নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, বগুড়া জেলাসহ বিভাগীয় শহরগুলোর গুরুত্বপূর্ণ জনসমাগম স্থলে বা রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে এক ঘণ্টা করে প্রচার করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের শাখায় গ্রাহকদের বিনোদনের জন্য স্থাপিত টিভিতে ভিডিওচিত্রটি দেখাতে হবে। গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ, প্রদান ও এটিএম বুথে টাকা ফিডিং করার সময় জাল নোট শনাক্তকরণ মেশিন দিয়ে নোটগুলো পরীক্ষা করতে হবে।

এছাড়া, ব্যাংকের এটিএম মেশিনে টাকা ঢোকানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে পরীক্ষা করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের কাছ থেকে নোট লেনদেনের সময়ও জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে পরীক্ষা করতে বলা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button