শেরপুর উপজেলা
বগুড়া শেরপুর মহাসড়কে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষ
হাসান মানিক (বগুড়া লাইভ) : আজ সকাল আনুমানিক সারে ৬ টার সময় ঢাকা বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার গাড়ীদহ বাজার ও দশমাইল বাজারের মাঝামাঝি তে এই দূর্ঘটনা টি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকা গামী একটি পাথর বোঝায় ট্রাক অপর দিক থেকে আসা আর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে এই দূর্ঘটনা ঘটে।
এতে একজন ট্রাক ড্রাইভার গুরুতর আহত হয় এবং তাকে অহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। তবে অন্যদের অবস্থা আশংখ্যা মুক্ত।