শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল ৩১ মে

শিক্ষা: ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল ৩১ মে ২০১৮ প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর সকল বোর্ড এর ফলাফল নিজ নিজ শিক্ষাবোর্ড এর ওয়েবসাইট থেকে জানা যাবে।

বোর্ড সূত্র জানায়, চার লাখ ১৪ হাজার ৫১৬টি ফল চ্যালেঞ্জ করে এবার পুনঃনিরীক্ষার আবেদন হয়েছে। আবেদনের শীর্ষে ঢাকা শিক্ষাবোর্ড। বিষয়ভিত্তিক আবেদনের শীর্ষে গণিত ও ইংরেজি। এ দুটি বিষয়ে বেশি ফেল করায় এবার পাসের হার বিগত বছরের তুলনায় দুই দশমিক ৫৮ শতাংশ কমেছে।

ফল পুনঃনিরীক্ষার পর যাদের ফলে পরিবর্তন এসেছে শুধু তাদের ফল প্রকাশ করা হবে। বাকিদের ফল অপরিবর্তিত থাকবে।

গত ৬ মে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত নয় বছরের মধ্যে সবচেয়ে কম পাস করেছে এবার। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার ১০টি শিক্ষাবোর্ডের অধীনে ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন অংশগ্রহণ করে পাস করেছে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। শতকরা পাসের হার ৭৭ দশমিক ৭৭। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১০ হাজার ৬২৯ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button