কাহালু উপজেলা
বগুড়ায় শত শত বছরের পুরানো মসজিদ আজও কালের সাক্ষী বহন করছে
ইমরান ইমু (বগুড়া লাইভ) : বাংলাদেশের উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া একটি প্রাচীনতম শহর। ইসলাম প্রচারের প্রথম দিকে অনেক সুফি ও আউলিয়ারা এই শহরে আসেন। সেই সময়ে তারা অনেক ছোট ছোট মসজিদ তৈরি করেন।যার মধ্যে ছবির মসজিদটি অন্যতম।
প্রায় ৭০০-৮০০ বছর পুরনো মসজিদটি একটি বিশাল পাকুড় গাছ দ্বারা পরিবেষ্টিত। গাছটি পুরনো এই মসজিদকে এমন ভাবে আঁকড়ে ধরে রেখেছে যা সবাইকে অবাক দেয়।
কাহালু, সিন্দুরাইল (গুন্নি পাড়া) গ্রামের ঈদগাহ মাঠের সাথেই মসজিদটি অবস্থিত। এই মসজিদকে কেন্দ্র করেই ঈদগাহ মাঠটি তৈরী করা হয়েছে।