শেরপুর উপজেলা
শত শত বছরের পুরনো গাছ ও দূর্গ বগুড়াকে রেখেছে কালের সাক্ষী হিসেবে
হাসান মানিক (বগুড়া লাইভ) : আমরা অতীতকে ভুলে গেলেও অতীত কিন্তু আমাদের মাঝে রেখে গেছে কিছু স্মৃতি যা আমাদের মনে করিয়ে দেই সেই প্রাচীন অতীতকে।
প্রায় ১০০ বছরের পুরনো এই বট গাছটি ও দূর্গটি তার স্বাক্ষী বহন করে।
গাছের মধ্যে একটা দূর্গের মত ঘর আছে যা এলাকাবাসীর কাছে দর্গা নামে পরিচিত।
এই দর্গাটি কে বা কারা তৈরি করেছিলো সে সম্পর্কে সঠিক কোন তথ্য কেউ দিতে পারেনা এখানকার মানুষেরা। তবে এলাকাবাসীর ধারনা অনুযায়ী এই দর্গাটি প্রায় আনুমানিক হাজার বছর পূর্বে এটি তৈরি করা হয়।
কালের সাক্ষী হিসেবে এই দর্গাটি বগুড়া শেরপুর উপজেলার উঁচুলবাড়িয়া গ্রাম অবস্থিত।