শিবগঞ্জে জমিতে ধান কাটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষে আহত ২
সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ) : বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক মাটিয়ান গ্রামে ধান কাটা নিয়ে বিরোধে উভয় পক্ষে মারপিটে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটেছে কিচক মাটিয়ান সোনারপাড়া গ্রামে। ওই গ্রামের আবুল কালাম তার নিজস্ব জমি অন্যের নিকট পত্তন রাখেন। সে গতকাল সোমবার জমিতে ধান কাটতে গেলে প্রতিপক্ষ একই গ্রামের আফাস উদ্দিনের ছেলে আঃ ওহাব, মাহফুজার, জহুরুল, সোবহান ও আফাস সহ লোকজন লাঠিষোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় আবু কালামের ছেলে আতিকুর রহমানকে বেধড়ক পিটিয়ে আহত করে বাড়িতে অবরুদ্ধ করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় প্রতিপক্ষ মাহফুজার হাসপাতালে ভর্তি আছে।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।