বগুড়ার ধুনট বাসস্ট্যান্ড এলাকায় অগুনে পোড়ানো হলো ১০ মণ পঁচা মরিচ
বগুড়ায় আগুনে পোড়ানো হলো ১০ মণ পঁচা মরিচ
বগুড়ার ধুনট বাসস্ট্যান্ড এলাকায় ভাই ভাই রাইস ও হলুদ মরিচের মিলে অভিযান চালিয়ে নিম্নমানের খাবার অযোগ্য ৪০০ কেজি শুকনা মরিচ জব্দ করে আগুন পুড়িয়ে দেওয়া হয়েছে। বেলকুচি গুামের খোরশেদ আলম ধুনট বাসস্ট্যান্ড এলাকায় ভাই ভাই রাইচ ও হলুদ-মরিচের মিলে দীর্ঘদিন যাবত নিম্ন মানের খাবার অযোগ্য শুকনা মরিচ গুড়া করে বিক্রি করে আসছিল। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ওই মিলে মজুত রাখা ৪০০ কেজি পঁচা ও নিম্ন মানের শুকনা মরিচ জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়। খাবার অযোগ্য মরিচ রাখার অপরাধে মিল মালিকের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বগুড়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় ঘটনার সতত্য স্বীকার করে বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।