জাতীয়

এ বছর বগুড়া এলাকার জন্য জনপ্রতি সর্বনিম্ন ফেৎরা ৬৫ টাকা নির্ধারন করা হয়েছে

বগুড়ায় সর্বনিম্ন ফেৎরা ৬৫ টাকা

এ বছর বগুড়া এলাকার জন্য জনপ্রতি সর্বনিম্ন ফেৎরা ৬৫ টাকা নির্ধারন করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির উদ্যোগে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে সর্বস্তরের উলামায়ে কেরামের এক বৈঠকে সর্বশেষ বাজার দর বিশ্লেষন করে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বৈঠকে ফেৎরা সম্পর্কে শরীয়তের বিধান বিস্তারিত আলোচনার করে সিদ্ধান্ত গৃহিত হয়, প্রত্যেক মুসলমান তাদের সামর্থ অনুযায়ী আটা, খেজুর বা কিসমিসের মূল্যদ্বারা ফেৎরা আদায় করতে পারেন। এ ক্ষেত্রে ১৬৫০ গ্রাম উন্নতমানের আটার দাম হিসাবে ৬৫ টাকা এবং মধ্যম মানের ৩৩০০ গ্রাম খেজুরের মূল্য হিসাবে ১,০০০ টাকা এবং মধ্যম মানের ৩৩০০ গ্রাম কিসমিসের মূল্য হিসাবে ১,৫০০ টাকা ফেৎরা নির্ধারন করা হয়েছে।

 

এই বিভাগের অন্য খবর

Back to top button