বগুড়া সদর উপজেলা
বগুড়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের আবারও ‘বন্দুকযুদ্ধ’
বগুড়া সদর: বগুড়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের আবারও ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের চারমাথা বাস টার্মিনালের উত্তরে ইজতেমা ময়দানের দক্ষিণে সংঘটিত ওই ‘বন্দুকযুদ্ধে’ নয়ন (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। সে নিশিন্দারা মধ্যপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
‘বন্দুকযুদ্ধে’ গোয়েন্দা পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। ডান পায়ে গুলিবিদ্ধ নয়নকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত দুই পুলিশ সদস্যকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ায় পুলিশের মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী শুক্রবার গভীর রাতে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ওই অভিযানের কথা লিখেছেন।