ঐতিহ্যবাহী দারিয়ালের মেলা
প্রতিবছরের মতো এবারও রবিবার অনুষ্ঠিত হয়ে গেল বগুড়া সদর উপজেলার নোনগোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী দারিয়ালের মেলা। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের ২য় রবিবার এ মেলা অনুষ্ঠিত হয়।
ছবিঃ পারভেজ
মেলা উপলক্ষে আত্মীয়-স্বজনের পদচারণায় মুখর হয়ে উঠে দারিয়াল ও এর আশপাশের গ্রামগুলো। মেয়ে-জামাই থেকে শুরু করে যত আত্মীয়-স্বজন আছে তারা সকলেই এ দিনটির জন্য অপেক্ষা করেন। আর শত ব্যস্ততার মাঝেও তারা মেলায় এসে হাজির হন। দারিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দারিয়াল এমইউ দাখিল মাদ্রাসা মাঠে একদিনের জন্য এ মেলা বসে। বিগত বছরগুলোতে দুপুর থেকেই মেলায় প্রবেশ করা একেবারে কঠিন হয়ে দাঁড়ায়।
এ মেলার প্রধান আকর্ষণ হলো ১২/১৩ কেজি ওজনের বড় মিষ্টিসহ বাহারি রকমের ভিন্ন স্বাদের মিষ্টি ছাড়াও কাঠ ও স্টীলের আসবাবপত্র, সাদা ও রঙিন ঝুড়ি এবং ঘুড়ি ও চং। এছাড়া মেলায় চুড়ি, ফিতা, শিশুদের খেলনাসহ নানা রকমের জিনিস মেলে।