ধুনট উপজেলা
ধুনটে যমুনা চরে হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা চরের হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে কাতার চ্যারেটি নামে আর্ন্তজাতিক সাহায্য সংস্থার উদ্যেগে গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে চরবাসির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাতার চ্যারেটি সংস্থার বগুড়া জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম, ডা. নাজমুল কাদির, সংস্থার অফিস সহকারি আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, বেদার উদ্দিন ও যুবলীগ নেতা বেলাল হোসেন প্রমূখ।
যমুনা নদীর বৈশাখী ও রাধানগর চরের ৩০০ পরিবারের মাঝে ২৫ কেজি চাল, ৫ কেজি সোয়াবিন তেল, ১ কেজি লবন, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা ও ২ কেজি করে খেজুর বিতরণ করা হয়েছে।