বগুড়া সদর উপজেলা

বগুড়ায় মাদক ব্যবসায়ীদের জামিন দেয়ার জন্য পিপিরা চাপ প্রয়োগ করছে জজকে

সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ) : গত বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় পিপিদের চাপের মুখে বিব্রত হয়ে এজলাস ত্যাগ করেন জেলা জজ নরেশ চন্দ্র সরকার। এ নিয়ে সাধারণ আইনজীবীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি আইন মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

মাদক ব্যবসায়ীদের জামিন নিয়ে সরকারি পিপি ও এপিপি প্রতিযোগিতা শুরু করেছেন বলে অভিযোগ ওঠেছে। মাদক ব্যবসায়ীদের জামিন দিতে জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ওপর তারা চাপ সৃষ্টি করছেন বার বার।

একটি তথ্যের ভিত্তিতে জানা যায়, বগুড়া জেলায় গত সাত দিনে মাদকবিরোধী অভিযানে ১৪১টি মামলায় ১৯০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে প্রচুর পরিমান ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, হেরোইন, গাঁজা এবং অ্যাম্পুল নেশার ইনজেকশন উদ্ধার করা হয়।

আসামীদের জামিন না দেয়ায় তারা জেলা জজ নরেশ চন্দ্র সরকারকে বদলির হুমকি দেন। এ সময় বিব্রত হয়ে তিনি এজলাস ত্যাগ করেন।

বর্তমানে এ বিষয়টি নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button