কাহালু উপজেলাছবিঘর

লোমহৌসকর কাহিনীতে ঘেরা কাহালুর বিবি সাহেবানীর মাজার

কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেওগ্রাম বাজারের সামান্য পূর্বে ফকির পাড়া নামক গ্রামে বিবি সাহেবানীর মাজার অবস্থিত।
এ মাজারকে ঘিরে রয়েছে নানা অজানা কাহিনি ও লোমহৌসকর রহস্য। জনশ্রুতিতে জানা যায়, অপরূপাসূন্দরী সাহেবানীর পিতা জহির উদ্দিন ছিলেন এক জন ধার্মিক ব্যক্তি। সাহেবানী ও পিতার গুনের এলাকার রাজা জমিদাররা তাকে বিয়ের প্রস্তাব পাঠালে তিনি এতে নাকচ করেন।

এতে জমিদার সাহেবানীকে জোর – পূর্বক অপহরণের চেষ্টা করলে সম্ভ্রম রক্ষার্থে প্রভুর কাছে প্রার্থনা করেন। তার প্রার্থনা সাথে সাথে মঞ্জুর হয়। এরপর সেখানকার মাটি নিচ দিকে দ্রুত ফাঁকা হয়ে গেলে বিবি সাহেবানা মাটির গর্তের মধ্যে প্রবেশ করা মাত্রই মাটি আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। ঐ ঘটনার পর থেকে বিবি সাহেবানী সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বলে এলাকার মানুষের ভাষ্য।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button