ধুনট উপজেলা
ধুনটে ট্রাক – নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১: আহত ৬
শিশির (বগুড়া লাইভ) : ধুনটঃ বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের চিকাশি নামক স্থানে পাথর বোঝাই ট্রাক নসিমনের মুখোমুখি সংঘর্ষ ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।
জানা যায় সোমবার সকাল ৬ টায় ট্রাকটি সারিয়াকান্দী থেকে ধুনটের দিকে আসতেছিল আর নসিমন গাড়িটি ইটভাটার কাজের জন্য সোনাহাটা বাজার থেকে ধুনটের দিকে যাচ্ছিলো পথিমধ্য চাপড়া চিকাশী সংযোগসড়কে এ দূর্ঘটনা ঘটে।
আহতদের কে প্রথমে ধুনট উপজেলা কমপ্লেক্সে ভর্তি করালে লবো নামের লোকটির অবস্থা আশংকা হলে তাদের কে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করানো হয় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আহতরা হলেন নিমগাছি গ্রামের জয়নাল মন্ডলের ছেলে জাহিদুল, আশরাফ মন্ডলের ছেলে আঃ করিম, লকিম মন্ডলের ছেলে খোকন, মহির উদ্দিনের ছেলে আঃ খালেক। এঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে।