শিক্ষা

অনার্সে দ্বৈত ভর্তির জরিমানা বাতিলের দাবিতে ছাত্রফ্রন্টের মানবন্ধন

শিক্ষা: অনার্স প্রথম বর্ষে দ্বৈত ভর্তির জরিমানা বাতিল ও রেজিস্ট্রেশন সংকট নিরসনের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

মঙ্গলবার দুপুরে শহরের  সাতমাথায় অনুষ্ঠিত ওই কর্মসূচীতে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়। আন্দোলনকারীরা জানান, ইতিপূর্বে অনার্সে ভর্তির পর বিষয় পরিবর্তন করার সুযোগ ছিল।

সেক্ষেত্রে ভর্তি বাতিল কিংবা পুনঃ ভর্তির প্রয়োজন হতো না।   কিন্তু ২০১৬-১৭ শিক্ষা বর্ষের পর থেকে বিষয় পরিবর্তনের ক্ষেত্রে ভর্তি বাতিল ও নতুন করে ভর্তির নিয়ম চালু করা হয়েছে।  এর আওতায় ভর্তি বাতিলের জরিমানা ৮ হাজার ২০০ টাকা এবং একই সঙ্গ নতুন ভর্তি ফি হিসেবে ৭৫০ টাকা দিতে বাধ্য করা হচ্ছে।

বর্ধিত এই ফি দিতে না পারলে মূল্যবান একটি শিক্ষা বছর নষ্ট অথবা ছাত্রত্বও নষ্ট হয়ে যাবে।
মানববন্ধনে বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কঠোর সমালোচনা করে শিক্ষার্থীদের বিনা ফিতে সংকট নিরসনের দাবী জানান। সেই সাথে শিক্ষার্থী বান্ধব শিক্ষার পরিবেশ তৈরি ও নানা অনিয়ম দূর করার আহ্বান জানান তারা

লেখা : মুজাহিদুল ইসলাম জাহিদ

এই বিভাগের অন্য খবর

Back to top button