কাঁচা বাজার

কম উৎপাদন খরচ ও ভালো মুনাফার কারণে বগুড়ায় দিন দিন বাড়ছে মুখিকচুর আবাদ

কম খরচে বেশি মুনাফা – বগুড়ায় বাড়ছে মুখিকচুর চাষ

কম উৎপাদন খরচ ও ভালো মুনাফার কারণে বগুড়ায় দিন দিন বাড়ছে মুখিকচুর আবাদ। জেলার সদর, ধুনট, শেরপুর, সারিয়াকান্দি ও সোনাতলার চাষীরা মুখিকচু চাষ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হচ্ছে সদর ও সোনাতলা উপজেলায়। গত বছর জেলায় ২০০ হেক্টরের কিছু বেশি জমিতে এর আবাদ হয়। এ বছর আবাদের পরিমাণ ২৫০ হেক্টর ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে।

সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় ১০ হেক্টর জমিতে লাভজনক ফসল হিসেবে মুখিকচুর চাষ হচ্ছে। এখন মূলবাড়ী, কোয়ালিকান্দি, পাঠানপাড়া, ধর্মকুল, কর্পূর, পুগলিয়া দীঘলকান্দি, হুয়াকুয়া, নিশ্চিন্তপুর, আমতলী, পাকুল্যা, মধুপুর, উত্তর করমজা এলাকার মুখিকচু চাষীরা জমিতে পরিচর্যা করছেন।

অন্যদিকে সদরের শাখারিয়া ইউনিয়ন, বাঘোপাড়া, আশোকোলা, নারুলী ও সাবগ্রাম এলাকায় প্রচুর পরিমাণে মুখিকচু চাষ হয়েছে।

গত বছর বগুড়ায় নতুন মুখিকচু বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে। পরে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক বিঘা জমি থেকে ৬০-৭০ হাজার টাকার মুখিকচু বিক্রি করা সম্ভব।

 

এই বিভাগের অন্য খবর

Back to top button