বগুড়া সারিয়াকান্দিতে ভারি বর্ষণে সড়কে ভাঙ্গন
বগুড়া সারিয়াকান্দি উপজেলার বিভিন্নস্থানে প্রধান সড়কের পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় সড়ক ভেঙ্গে বিলীন হয়ে গেছে। দ্রুত মেরামত না করা হলে যেকোন মূহুর্তে বগুড়ার সাথে দক্ষিণ সারিয়াকান্দির এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে আশংষ্কায় রয়েছে এলাকাবাসী।
গত বছরের ন্যায় এ বছরে ভারি বর্ষণে বৃষ্টির পানিতে উপজেলার জোড়গাছা বাজার চার মাথার পশ্চিম পার্শ্বে অর্থাৎ নতুনপাড়া দুলু সরকারের বাড়ি সংলগ্ন ছোট ব্রীজের পূর্ব-উত্তর , কড়িতলা সড়ক আংশিক, হাটশেরপুর সরক ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে যেকোন মূহুর্তে বগুড়া জেলা শহরের সাথে কড়িতলা, কুতুবপুর, শোলারতাইড়, চন্দনবাইশা, ঘুঘুমাড়ি, কামালপুর, জোড়গাছা, বড়িয়া সহ বেশ কয়েটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ার আশংষ্কায় রয়েছে।
এছাড়াও পানি নিস্কাশন ব্যবস্থা ড্রেন না থাকায় নতুনপাড়া মরহুম মফিজ প্রামানিক মোড় সংলগ্ন সড়ক, সোনাপুর তিন মাথা আনোয়ার ষ্টোর, পূর্বপাড়া ব্রীজের পূর্ব পার্শ্বে ছাইদুরের বাড়ি সংলগ্ন সড়ক ভেঙ্গে বিলীন হয়ে গেছে।