জাতীয়বগুড়ায় থাকা
ঈদ উপলক্ষে ‘চকচকে’, ‘কচকচে’ নতুন টাকা পাওয়া যাবে ৩ জুন থেকে
রাফিনুর (বগুড়া লাইভ): ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ নতুন ‘চকচকে’, ‘কচকচে’ টাকার নোট ও মুদ্রা। প্রতিবছরের মতো এ বছরও গ্রাহকদের নতুন নোট বিনিময় করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ জুন থেকে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন। ঈদের ছুটির পূর্ব কার্যদিবস পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির ব্যতীত) নতুন টাকা সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত রাজধানীর ২০টি বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট দেওয়া হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।
বাংলাদেশ ব্যাংকের অফিসগুলো এবং রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা যাবে।
বগুড়া অফিস: বাংলাদেশ ব্যাংক শাখা , ঠনঠনিয়া, শেরপুর রোড , বগুড়া