প্রেমের সম্পর্কে ডেকে এনে রাতভর ধর্ষন
বগুড়া লাইভঃ বগুড়া শিবগঞ্জ উপজেলার সংসারদিঘী গ্রামের শ্রী বুনার লালের পুত্র পবিত্র রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালুয়া ইউনিয়নের মোস্তাফিজার রহমানের স্ত্রী ও এক সন্তানের জননী শান্তনা বেগমের সাথে মোবাইলে প্রেমে সম্পর্ক অনেক দিন ধরেই।
প্রেমের এ সম্পর্ক থেকে শান্তনাকে চাকুরী দেওয়ার নাম করে পবিত্র গত ২৯ মে তার নিজ এলাকায় ডেকে নিয়ে আসে। তার পরে পবিত্রের বন্ধু শিপন ও কাওসার কে সঙ্গে নিয়ে রাতভর শান্তনাকে গনধর্ষণ করে।
এর পরের দিন ৩০ মে শান্তনা কে একটি সিএনজিতে করে, প্রদীপ ও সৌরভের সংগে যাওয়ার কথা বলে, এবং বলে “তোমার চাকুরী ঠিক হয়েছে।
তার কথামত সৌরভ, প্রদীপ ও আনোয়ার শান্তনাকে বগুড়ায় নিয়ে আসে এবং আবারও তারা অসৎ উদ্দ্যেশে বুড়িগঞ্জের দিকে নিয়ে যায় শান্তনাকে। যাওয়ার সময় অনুমানিক রাত ৯ টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা বন্দরে পৌঁছালে শান্তনা তাদের অসৎ উদ্দ্যেশ্য বুঝতে এবং ভয় পেয়ে চিৎকার দেয়। তার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে তাদের কে আটক করে ।
পরে শান্তনা বলেন “পবিত্র ও তার দুই বন্ধু মিলে চাকুরী দেওয়ার নাম করে ২৯ মে আমাকে ডেকে নিয়ে এসে রাতভর ধর্ষণ করে, তার পরের দিন অপর তিন বন্ধুর হাতে আমাকে তুলে দেন আমি এর সুষ্ঠ বিচার চাই।