খেলাধুলা
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলে স্থান করে নিয়েছে শেরপুরের রাকিবুল আতিক
খেলাধুলা: বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার স্থান করে নিয়েছে শেরপুরের নলকা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিবুল আতিক।
আতিক শেরপুর জেলার প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলে স্থান পাওয়া বামহাতি স্পিনার ও ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। সে গাজী টায়ার ক্রিকেটার্স হান্টের ক্রিকেটার বাছাই পর্বে বাছাই হওয়া ২২ জনের একজন।
তথ্য সূত্রে জানা গেছে, ওই ২২ জনের মধ্যে অনুর্ধ্ব-১৯ দলের স্কোয়াডে ডাক পাওয়া ৪ খেলোয়ারের মধ্যে আতিক একজন। আগামী সেপ্টেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া যুব এশিয়া কাপে জাতীয় খেলোয়াড় হিসেবে তার অভিষেক ঘটবে।