খেলাধুলা

বিশ্বকাপে লাল কার্ডের জন্য এবার ভিডিও রেফারি

খেলাধুলা: এবারের বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পদ্ধতির ব্যবহার করার কথা অনেক আগেই জানিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। এই পদ্ধতি ব্যবহার করে এবার রেফারি লাল কার্ড দেয়ার মতো গুতুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন।

মূলত গোল, পেনাল্টি, ফাউলগুলোকে সঠিকভাবে খুঁজে বের করার জন্য এই পদ্ধতির ব্যবহার করা হবে ফুটবল মাঠে। ফুটবল মাঠে অনেক সময় রেফারি ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন। কিংবা অনেক ফাউলের ঘটনা রেফারির দৃষ্টি এড়িয়ে যায়। যার প্রভাব পড়ে খেলার ফলাফলের উপর।

এই বিভাগের অন্য খবর

Back to top button