বজ্রপাতে প্রান গেলো মোয়াজ্জিনের ৷
মশিউর (বগুড়া লাইভ)
ময়মনসিংহের ফুলপুরের ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামে মাগরিবের আজান দেওয়ার সময় ময়ছর উদ্দিন (৪৩) নিহত হয়েছেন ৷ এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে ৷
প্রতক্ষদর্শীরা জানায় উক্ত গ্রামে শুক্রবার সন্ধায় মাগরিবের আজান দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোয়াজ্জিন ময়ছর আলি মারা যান ৷
এ সময় মসজিদে উপস্থিত আরও মুসল্লি হামিদুল ইসলাম, লাল মাহমুদ, আক্কাস আলি, শারাফ আলি, দেলোয়ার হোসেন আহত হন, এছাড়াও পৃথক দু জায়গায় দুজন আহত হয় ৷
ফুলপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ৷