খেলাধুলা

মেসি নেইমারের ১ গোল সমান ১০ হাজার শিশুর খাবার ৷

মশিউর (বগুড়া লাইভ)

পুরো মৌসুমে কে কত গোল করে তার উপর নির্ভর করে জয় পরাজয়, সমর্থকেরা পায় অনাবিল সুখ ৷

কিন্তু এই গোলই যদি রুপ নেই খাদ্যে, আর সে খাদ্যে যদি মেটে ক্ষুধার্থের ক্ষুধা??

মেসি নেইমাররা এবারের বিশ্বকাপে এরকম অনুপ্রেরনা নিয়েই মাঠে নামবে ৷

ফুটবল বাদে চিন্তা করলে লাতিন আমেরিকার দেশগুলো প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে চলছে, একবেলা খাবার জুটলে পরের বেলা জুটবে কিনা তা অনেক শিশুরই অজানা ৷
তাই এগুলো অন্চলে খাদ্য দেওয়ার পরিকল্পনা করেছে মাষ্টারকার্ড ৷

২০২০ সালের মার্চ মাস প্রর্যন্ত মেসি নেইমার যতবার গোল করবেন ততবার ১০ হাজার শিশুর জন্য মাষ্টারকার্ড খাদ্য পাঠাবে জাতিসংঘের বিশ্বখাদ্য প্রকল্পের কাছে ৷

এ কাজে অংশ নিয়ে মেসি বলেন “আমি এ কাজে অংশ নিতে পেরে তৃপ্ত, আমি এ কাজে অংশগ্রহন করে আসলেই গর্বিত ৷ এই ছোট্ট কাজটা হাজার হাজার শিশুর মুখে এক চিলতে হাসি ফোটাবে”
নেইমারও এ প্রকল্পের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ৷

মাষ্টারকার্ডের মুখপাত্রের মতে, এ কাজটি এ অন্চলের লোকদের জন্য অনেক উপকারী হবে ৷ প্রায় ৪ কোটির মত মানুষ ক্ষুধার জালায় কষ্ট পাচ্ছে, তাদের বেশিরভাগই শিশু ৷

মাষ্টারকার্ড জানিয়েছে ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ খাবার তারা দিয়েছে এ প্রকল্পে ৷

এই বিভাগের অন্য খবর

Back to top button