ঈদের পর বগুড়া থেকে ঢাকার বাসের ফিরতি টিকিট পাওয়া যাবে আগামী ৬ জুন থেকে
বাসে ঈদযাত্রাঃ বগুড়া থেকে ঢাকার ফিরতি টিকিট কিনতে হবে বাড়তি দামে

ঈদের পর বগুড়া থেকে ঢাকার বাসের ফিরতি টিকিট পাওয়া যাবে আগামী ৬ জুন থেকে। বৃহস্পতিবার ঢাকায় পরিবহন মালিকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বরাবরের মতো এবারও বাড়ানো হয়েছে বাসের ভাড়া।
বগুড়া থেকে ঢাকাগামী –
নন-এসি বাসের ফিরতি ভাড়া ৩৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪৫০ টাকা।
এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে তিন রকমভাবে।
৪০ সিটের এসি বাসের ভাড়া ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
৩৬ সিটের এসি বাসের ভাড়া ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে এবং
২৭ সিটের এসি বাসের ভাড়া ১ হাজার টাকা থেকে বাড়িয়ে কোম্পানিভেদে ১ হাজর ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
বগুড়াতে এরই মধ্যে অনেকে অগ্রিম টাকা জমা দিয়ে টিকিট বুকিং দিতে শুরু করেছেন। তবে তাদের হাতে এখনই টিকিট দেওয়া হচ্ছে না। নাম-ঠিকানা এবং ভ্রমণের তারিখ লিখে তাদের নির্দিষ্ট সময় আসতে বলা হয়েছে।
বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি জানতে চাইলে বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক মঞ্জুরুল আলম মোহন জানান, ঈদের পর ঢাকা থেকে কোনো যাত্রী পাওয়া যায় না। পুরো বাস খালি নিয়ে আসায় লোকসান গুনতে হয়। সে কারণে ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে।