বগুড়া সদর উপজেলা
বগুড়ায় “বিশ্ব সাইকেল দিবস” পালিত
আজ ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস। জাতিসংঘের অর্ন্তভুক্ত ১৯৩ দেশ গত ১২ এপ্রিল সাধারণ সভায় ৩ জুনকে বিশ্ব বাইসাইকেল দিবস ঘোষণা করে। “সাইক্লিং সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উপকারের একটি উৎস – এবং এটি একসঙ্গে মানুষকে নিয়ে এসেছে” বিশ্ব সাইকেল দিবসের জন্য ইউনাইটেড নেশন এর ঘোষণার মতে, বগুড়া সাইক্লাইস্ট “বিশ্ব সাইকেল দিবস” এ প্রথমবারের মতো উদযাপনের জন্য একটি স্বল্পদীর্ঘের বাইসাইকেল র্যালী করে। বগুড়া সাইক্লাইস্ট এর উদ্দ্যেগে বগুড়া শহরের খোকন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন যায়গায় রাইড দেয়। এতে অংশগ্রহণ করে আরিফুল ইসলাম আসিব, তারিকুল ইসলাম ডলার, রিদয়, কারিম, ইবনে সিয়াম, কানন, নিয়াম, বনি, সাগর সহ আরো অনেকে।