ডিবি পুলিশের অভিযানে ২১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাফিনুর (বগুড়া লাইভ)
বগুড়া গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি নূর-এ আলম সিদ্দিকী জানান, গত শনিবার রাতে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। শহরের বাদুরতলা, চকসুত্রাপুর, জহুরুল নগর, নিশিন্দারা, চেলোপাড়া, গোদারপাড়া চারমাথা, সুত্রাপুর ও পুরান বগুড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫শ’ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো শফিকুল, মিজানুর রহমান, রিপন, ববি খাতুন, ফরহাদ, উপেন, শারমিন, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, হারুন, মেঘলা, শাকিল, সজল, বাপ্পী, শহিদুর, সোহেল, ইউসুফ আলী, সজল, সিরাজুল, মিশু, শ্যামল ওরফে সেতু।
ডিবির ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করে রোববার আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে জেলা হাজতে প্রেরণের নির্দেশে দেন।