দুর্ঘটনা রোধে ঢাকা-বগুড়া মহাসড়কের প্রস্তাবিত রাস্তা সোজা করণের দাবিতে মানববন্ধন
রাফিনুর (বগুড়া লাইভ)
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা পালস জেনারেল হাসপাতাল হতে ধরমোকাম হাওয়াখানা পর্যন্ত রাস্তা সোজা করণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ ও এলাকাবাসী।
রবিবার বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা মহাসড়কে এলাকাবাসী মানববন্ধন করেন।
মানব বন্ধনে বক্তারা বলেন, রাস্তাটি বাঁকা হওয়ার ফলে শেরুয়া বটতলা এলাকায় অহঃরহ সড়ক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার কারনে এলাকাবাসী দীর্ঘদিন যাবত সড়ক ও জনপথ কর্তৃপক্ষের নিকট রাস্তা সোজা করনের দাবি জানিয়ে আসলেও কোন কর্নপাত করেননি। গত ২২ এপ্রিল ট্রাকের চাপায় সুমি নামের এক শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে যায়। মহাসড়কটি ফোর লেনের জন্য উন্নীত করা হলেও রাস্তাটি বাঁকা থেকে যাচ্ছে যা কোন অবস্থাতেই কাম্য নয়। তাই রাস্তাটি সোজা করনের দাবি জানিয়েছেন জনগণ ও এলাকাবাসী।
বক্তারা আরও বলেন, দেশের সব জায়গায় ফোর লেন রাস্তার বাঁক সোজা করা হলেও এখানে রাস্তাটি আরো বাঁকা করা হচ্ছে। ফলে এখানে আরো বেশি সড়ক দুর্ঘটনার পাশাপাশি প্রানহানির শঙ্কা রয়েছে।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন – নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সভাপতি রোটারিয়ান মোস্তাফিজুর রহমান ৷