শিবগঞ্জ উপজেলা
মোকামতলার কুখ্যাত নারী ও মাদক ব্যবসায়ী মমতা আটক!
সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ) : মোকামতলার কুখ্যাত নারী ও মাদক ব্যবসায়ী মক্ষীরানী মমতা অবশেষে আটক।
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলার ইয়াবা সম্রাজ্ঞী নারী ও দেহ ব্যবসায়ী মক্ষীরানী মমতা বেগমের আলীশান বাসায় আজ দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উক্ত অভিযান চালিয়ে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সুশান্ত কুমার মাহাতো তাকে গ্রেফতার করেন। এ সময় অন্য কলগার্লরা পালিয়ে যায়।
মক্ষীরানী মমতাকে আটক করে ভ্রাম্যমান আদালতে তাকে ২ বছরের সাজা দেয়া হয়।
আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাথে থাকুন?