শিবগঞ্জ উপজেলা

শিবগঞ্জ বিহারে নদীতে এক কিশোরের লাশ

সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ) : শিবগ‌ঞ্জ উপজেলার বিহার ইউ‌নি‌য়নে একটি নদী‌তে ভাসমান অবস্থায় এক কি‌শো‌রের লাশ উদ্ধার হ‌য়ে‌ছে।

স্থানীয় ভাবে জানা যায়, লা‌শটি বিহার দক্ষিন ফকির পাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, নাম ফজলে রাব্বী।

আজ সকা‌লে এলাকাবাসী নদী‌তে কচু‌রি পানার ভেত‌রে মরা দেহ ভাস‌তে দে‌খে পু‌লি‌শে খবর দেয়। খবর পে‌য়ে শিবগঞ্জ থানা পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌছেছে।

কে বা কারা এর সাথে সম্পৃক্ত তা এখনও সনাক্ত করা যায়নি।

আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.