শিবগঞ্জ উপজেলা
শিবগঞ্জে করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের
বগুড়া লাইভ: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে ডুবে ৮২ বছরের হযরত আলী নামে এক বৃদ্ধের মৃত্যূ হয়েছে। বুধবার দুপুরে করতোয়া নদীর বাঘমারা নদী ঘাটের কাছ থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। হযরত আলী রায়নগর ইউনিয়নের আঁচলাই নামাপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।
জানা যায়, বাদিয়াচড়া গ্রামের মেয়ের বাড়িতে যাবার জন্য হযরত আলী দুপুরে পায়ে হেঁটে করতোয়া নদী পার হতে গিয়ে মাঝখানে গিয়ে সাঁতার না জানার কারণে ডুবে নিখোঁজ হন। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে বুধবার দুপুরে করতোয়া নদীর বাঘমারা ঘাটে তার মৃতদেহ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, সাঁতার না জানার কারণে তিনি ডুবে মারা যান। বয়স্ক হবার কারণে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।