বগুড়া শিবগঞ্জে নেশাখোর ছেলের হাতে পিতা খুন!
সাইফুল্লাহ (বগুড়া লাইভ)
ব
গুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের কানতারা গ্রামের এক নেশাখোর ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা নিজাম উদ্দিন(৫৫) নির্মমভাবে খুন হয়েছে।
ছেলেটির নাম মিজানুর রহমান। পেশাদার একজন নেশাখোর। ২০১১ সালে নেশার কারনে তার বিবাহিত স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। সে পক্ষে মিস্টি আক্তার মেঘনা নামে এক মেয়ে আছে। সে স্থানীয় স্কুলে ৫ম শ্রেনীতে পড়ে।
মিজান দীর্ঘদিন যাবৎ প্রকাশে নেশা করে রীতিমত গ্রাম-পাড়া মহল্লায় মাতলামো করতো কিন্ত কেউ কখন এতে বাধা কিংবা প্রতিবাদ করে নি।
ঘটনার দিন সেহেরী খাওয়ার পর ভোর বেলায় মাতাল মিজান পিতা নিজামের কাছে টাকার বাহানা ধরে। বৃদ্ধ নিজাম টাকা দিতে অস্বীকার করায় বাড়ির দরজায় থাকা বাঁশের লাঠি দিয়ে পিছন থেকে স্বজোড়ে নিজামের মাথায় আঘাত করে । এতে নিজাম চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পরে। স্ত্রী রহিমা বিবি স্বামীকে রক্ষায় এগিয়ে আসেন এবং হাসপাতালে নেওয়ার পথে প্রচন্ড রক্ত খরণে রাস্তায় নিজামের মৃত হয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আবু সাঈদ ফোর্সসহ ঘটনাস্থলে এসে নেশাখোর মিজানকে হাতেনাথে আটক করে থানায় নিয়ে যায়।
লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করা হয়।
এদিকে শিবগঞ্জে একেরপর এক মৃত্যের ঘটনায় উপজেলাবাসি আতঙ্কিত হয়ে পরেছে।