নন্দীগ্রাম উপজেলা
ঈদে সড়ক দুর্ঘটনা রোধে নন্দীগ্রামে হাইওয়ে পুলিশের সভা
বগুড়া লাইভ: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের চালকদের সাথে বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের সচেতনকামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নন্দীগ্রামের কুন্দারহাট স্থানীয় বাজারে একটি হলরুমে কমিউনিটি পুলিশিং আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক এম নজরুল ইসলাম। উপস্থিত যানবাহনের চালকদের দিকনির্দেশনা দেন হাইওয়ে পুলিশের ইনচার্জ কাজল কুমার নন্দী।
এসময় শ্রমিক নেতা আব্দুল আজিজ, বাবলু মোল্লা, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সুলতান মাহমুদ, কমিউনিটি পুলিশিংয়ের আব্দুল মান্নান, সাংবাদিক সাদ্দাম হোসেন, সুমন কুমার নিতাই সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।