বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের সম্প্রচার নিয়ে জটিলতা
বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক রাশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে সৌদি আরব৷ সেই ম্যাচের টেলিকাস্ট নিয়ে যথেষ্ট জটিলতা রয়েছে৷ মধ্যপ্রাচ্যের সৌদির দর্শকরা বিশ্বকাপের কোনও ম্যাচ টিভিতে দেখতে পাবেন কিনা সেই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ রাশিয়ায় ফুটবলযজ্ঞ শুরুর ছয় দিন আগেও সম্প্রচার নিয়ে উত্তর খুঁজছে সৌদি৷
মধ্যপাচ্যের জনপ্রিয় এক গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, সৌদি আরবে বিন নেটওয়ার্কের স্পোর্টস চ্যানেল সম্প্রচারের নিয়ম নেই৷ সেকারণে বিশ্বকাপের ম্যাচগুলি সেখানকার দর্শকরা দেখার সুযোগ পাচ্ছেন না৷ ব্রডকাস্টিং নিয়ে পরিস্থিতি জটিল হয়েছে৷
বর্তমান পরিস্থিতি যা, ফিফার সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলতে চায় সৌদি আরবের ফুটবল ফেডারেশন৷ এমন পরিস্থিত দেখে অবাক ফুটবল দুনিয়া৷ বিশ্বকাপে কোয়ালিফাই করলেও সেই দেশে বিশ্বকাপের ম্যাচ দেখানোর ব্যবস্থা নেই কেন সেই নিয়েও প্রশ্ন উঠছে৷ বিশ্বকাপের বাকি আর মাত্র পাঁচদিন৷ এই পাঁচদিনের মধ্যে সমস্যা মিটিয়ে ম্যাচ সম্প্রচার নিয়ে আশাবাদী সৌদি আরব৷
উল্লেখযোগ্য রাশিয়ার বিরুদ্ধে ১৪ জুন লুজনিকি স্টেডিয়ামে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে সৌদি আরব৷ তাঁর আগে জার্মানির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১-২ গোলে হেরেছে সৌদি৷ উরুগুয়ে, মিশর, রাশিয়ার সঙ্গে এক গ্রুপে রয়েছে সৌদি আরব৷