বিশ্বকাপ মাতাতে টেলস্টার ১৮
বিশ্বকাপ মাঠে গড়াতে মাত্র ৩ দিন বাকী। উত্তেজনার অবশ্য অবশিষ্ট নেই কিছু। ফুটবল বিশ্বকাপ নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। কে জিতবে, কার হাতে উঠবে সেরা খেলোয়াড়ের সম্মান, পাশার দান উল্টে দিতে পারে কারা? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবলামোদীদের মনে। অংশ নেয়া ৩২ দেশে যেমন, অংশ নিতে ব্যর্থ দেশগুলোতেও সমান আগ্রহ ফুটবলের মেগা আসরকে ঘিরে। স্বাগতিক রাশিয়ায় চলছে শেষ সময়ের তোড়জোড়। এতকিছু, এত আয়োজনের ভীড়ে আমাদের ভাবনার চৌহদ্দিতেও জায়গা নেই ফুটবলের প্রধান অনুষঙ্গ ‘বল’ এর! যাকে ছাড়া সবটাই অসম্ভব, সেই ফুটবল নিয়েই এই আয়োজন। থাকছে রাশিয়া বিশ্বকাপের বল নিয়ে টুকটাক।
• নাম : অ্যাডিডাস টেলস্টার ১৮
• ডিজাইনার : রোল্যান্ড রন্ডলার
• প্রস্তুতকারক : অ্যাডিডাস
• বল উন্মোচন : নভেম্বর ৯, ২০১৭
অ্যাডিডাস টেলস্টার ১৮
বিশ্বকাপের এবারের আসরে প্রথমবারের মতো থাকছে ‘ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি’ সিস্টেম। থাকবে গোল লাইন প্রযুক্তি। আর এসব কারণে অনুমিতভাবেই বলটিতেও থাকছে বিশেষ ফিচার। ম্যাচের অফিশিয়াল বলে লাগানো হয়েছে সেন্সর, যা আপনি আপনার স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করতে পারবেন। এই প্রযুক্তির নাম হচ্ছে এনএফসি, যার পূর্ণরূপ ‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন’। দর্শকদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। ফিফার অফিশিয়াল বল নিয়ে নানান কারিকুরি করে সে ভিডিও পাঠিয়ে দিতে পারবে ফিফার কাছে। পরবর্তীতে সেসবের উপর হবে বিভিন্ন প্রতিযোগিতা, ঘোষিত হবে বিজয়ী। টেলস্টার ১৮ মূলত নতুন কোন ডিজাইন নয়। ১৯৭০ বিশ্বকাপের বলেই সংযোজন-বিয়োজন ঘটিয়েছেন ‘রোল্যান্ড রন্ডলার’। সাদাকালো বলে লেগেছে রঙের ছোঁয়া। ২০১৭ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ- আল জাজিরা ম্যাচে পরীক্ষামূলকভাবে প্রথমবার ব্যবহার করা হয় অ্যাডিডাস টেলস্টার ১৮ বলের।